অ্যান্ড্রয়েড এর সর্বশেষ সংস্করণ ললিপপ এর স্বাদ নিন

আমারা ইতোমধ্যে সকলেই জেনেগিয়েছি যে অ্যান্ড্রয়েড এর সর্বশেষ সংস্করণ android L বা  Android 5.0 Lollipop। এর  বিটা ভার্সন বেশ কিছু দিন আগে বের হলেও এর অফিসিয়াল সংস্করণ বের হয়েছে গত ১৫ই অক্টোবর নেক্সাস-৫ স্মার্টফোন এবং  নেক্সাস ৭,১০ ট্যাবলেট এর সাথে।

nexus-family_0

আমরা আজ অ্যান্ড্রয়েড ললিপপ এর কি বোর্ড এর স্বাথে পরিচিত হবো। আমরা আল্প কিছুদিন আগে Kitkat আপডেট পেয়েছি অল্প কিছু সংখ্যক ফোনে। তাই এই মূহুর্তে অফিসিয়ালী android L আপডেট পাওয়াটা কল্পনাও করা যায় না। তাই বলে কি আমরা android L এর স্বাদ নেবো না???

Lolipop Keybord

অবশ্যই নেবো তবে পর্যায় ক্রমে। আজ আমরা android L এর কিবোর্ড ব্যাবহার করবো। পরবর্তি পোষ্ট গুলোতে android L এর বিভিন্ন স্পেসাল ফিচার ব্যাবহার করবো।

Download Android 5.0 Lollipop Keybord

Download

– See more at: http://android.tmcbd.com/archives/454.htm#sthash.5SnoaA8h.dpuf

এলিয়েনের কন্ঠে কথা বলুন আপনার অ্যান্ড্রয়েডে

নোকিয়া সিম্বিয়ানের জন্য বেশ কিছু কন্ঠ করিবর্তনের সফ্টঅয়ার থাকলেও অ্যান্ড্রয়েডের জন্য খুব বেশী নেই। তবে যে গুলো আছে তার বেশীরভাগই কাজ করে না। আজ
আপনাদের অ্যান্ড্রয়েড ভয়েস চেঞ্জার যে অ্যাপটি দেবো তা দিয়ে বেশ কিছু ভয়েসে আপনার ভয়েস চেঞ্জ করে নিতে পারবেন।

যেমন: –

 >Reverse
> Helium
> Hexafluoride
> Cave
>Robot
> Alien
> Smurf
> Old Radio
>Only Vocals
> Drunk
>Minion এর মতো করতে পারবেন।

ডাউনলোড লিংক নিচে দেয়া হলো:
:ডাউনলোড:

Youtube video downloader for android

Youtube থেকে খুব সহজে ভিডিও ডাউনলোড করতেTubeRex

অ্যাপটি ইনষ্টল করে রান করুন।

যে ভিডিও ডাউনলোড করতে চান সেটি সার্চ করে সিলেক্ট করুন।

উপরে দেখতে পাবেন একটি ডাউনলোড আইকন আসেছে।

সেটাতে ক্লিক করেলই ভিডিওর বিভিন্ন ফরম্যাটে পাবেন।

আপনি যে ফরম্যাটে ভিডিওটি ডাউনলোড করতে চান সেটি সিলেক্ট করুন।

সাথে সাথেই ভিডিওটি ডাউনলোড শুরু হয়ে যাবে।

Youtube downloader
তাহলে আর দেরি কেন, এখনি ডাউনলোড করে নিন আর মাতুন উইটিউব ভিডিওর জোয়ারে।

::ডাউনলোড লিংক::