আসছে মাইক্রোসফট উইন্ডোজ ৯

উইন্ডোজ ৮.১ বাজারে শক্তপোক্ত ভাবে জায়গা দখল করতে না করতেই পরবর্তী সংস্করণ ‘উইন্ডোজ ৯’ বাজারে নিয়ে আসার ঘোষণা দিলো  উইন্ডোজ অপারেটিং সিষ্টেম নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। সূত্র মতে, আগামী ২০১৫ সালের মাঝামাঝি সময়েই উইন্ডোজের নতুন এই সংস্করণটি বাজারে আসতে যাচ্ছে।

অনলাইন তথ্যপ্রযুক্তি বিষয়ক বিভিন্ন গনমাধ্যম সূত্রে জানা যায়, চলতি বছরের শেষের দিকে অথবা আগামী বছরের প্রথম প্রান্তিকেই উইন্ডোজ ৯ এর প্রিভিউ ভার্সন বাজারে আসার বেশ সম্ভাবনা রয়েছে। যেমনটি উইন্ডোজ ৭ এর ক্ষেত্রে দেখা গিয়েছে।

উইন্ডোজের এই সংস্করণটি মূলত ডেক্সটপ কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহারকারীদের সুবিধার কথা চিন্তা করেই বাজারে আনা হচ্ছে বলে জানা যায়। তবে ব্যবহারকারীদের জন্য কি কি ফিচার থাকছে নুতন এই ভার্সণটিতে, সেটি এখনও স্পষ্ট নয়।

নতুন এই সংস্করণটিতে আপগ্রেড করতে কোন সমস্যাই হবে না মাইক্রোসফট উইন্ডোজের পুরাতন ব্যবহারকারীদের। উইন্ডোজ ৮ ব্যবহারকারীরা তো বটেই এমনকি উইন্ডোজ ৭ ব্যবহারকারীরাও নতুন এই ভার্সণে ফ্রী আপগ্রেড করতে পারবেন বলে জানা যায়।

তবে উইন্ডোজ-৯ লঞ্চ করা নিয়ে নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফটের পক্ষ থেকে এখনও কোন ঘোষনা না আসলেও নতুন এই সংস্করণটি উইন্ডোজ প্রেমীদের মধ্যে বেশ সাড়া জাগাবে বলেই আশা করছেন প্রযুক্তি গবেষেকরা। এখন সুধু অপেক্ষার পালা মাইক্রোসফ্ট এর অপারেটিংসিষ্টেমের নতুন এই সংস্করণটির জন্য।

ফ্রি লাইভ টিভি (পিসি)

এখন জিপি দিয়ে পিসি এ ফ্রি লাইভ টিভি দেখুন। প্রথমে অব্যশই আপনাকে একটা 3G প্যাকেজ নিতে হবে । মডেম এ নেট কানেকশন দিন ।

apn:gpinternet

MB/টাকা না রাখাই ভালো কারণ জিপির বিশ্বাস নাই।

  • VLC player ওপেন করুন ।
  • এবার menu তে ক্লিক করে Preferences এ যান ।
  • এবার Input & Codecssection এ ক্লিক করুন ।
  • Live555 stream এ ক্লিক করুন । transportoptionRTP over RTSP (TCP)
  • Save এ ক্লিক করুন ।

ব্যাস আমাদের কন্ফিগার করা হয়ে গেল। এখন ক্যাচটা ঠিক করে প্লে করার পালা।

  • আবারও VLC ওপেন করুন।
  • এবার menu থেকে Media: Open Network Stream এ যান।
  • Show more options এ টিক দিন।
  • Cachingvalue সেট করুন যেমনঃ 1200 ms
  • এবার নিচের থেকে আপনার পছন্দের Link টা কপি করে ওখানে পেস্ট করে Play তে ক্লিক করুন।

চ্যানেল লিস্ট

( অ্যান্ড্রয়েডে ফ্রি লাইভ টিভি দেখার টিপ্স)