অ্যান্ড্রয়েড কিটক্যাট ইউজারদের জন্য সুখবর

কিটক্যাট ইউজারদের জন্য সুখবর।

kitkat

গুগল “Google Now Launcher” এখন প্লে-স্টোরে ওপেন করে দিয়েছে। ফলে এখন নেক্সাস ডিভাইস ইউস না করেও গুগল এর ডিফল্ট লাঞ্ছার এর মজা নিতে পারবেন। তবে আফসুসের কথা আপনার ফোন কিটক্যাট আপডেট করা থাকলেই শুধুমাত্র লাঞ্ছারটি নামাতে পারবেন।

Google-Home-Experience-Launcher-1024x602

প্লে-স্টোর লিঙ্ক- “Google Now Launcher

ফেসবুক মেসেঞ্জারে যুক্ত হলো ফ্রি কল

371757-facebook-free-callingবিশ্বে জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক । স্বল্প খরচে এবং দ্রুত, বিশ্বের যে কোনো জায়গায় যোগাযোগের জন্য যার গুরুত্ব অপরিসীম।  ফেসবুকও তাদের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে বিভিন্ন সময় বিভিন্ন আপডেট  ও ফিচার নিয়ে হাজির হয়েছে। এরই ধারাবাহিকতায় ফেসবুক তাদের মেসেঞ্জারে সংযুক্ত করল নতুন আর একটি সেবা।

facebook_callingমেসেঞ্জার অ্যাপের অপশনে  যুক্ত হলো এই প্রযুক্তিটি। আর এর হাত ধরে বাজারে বিস্ফোরণ ঘটাতে যাচ্ছে মার্ক জুকারবারগের সংস্থা। এটি থেকে সোশ্যাল মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি থেকে ফ্রি তে ফোন করা যাবে।

বাজার চলতি যেসব সংস্থা যেমন ভি-চ্যাট, ভিবর,  লাইন সহ যে সকল প্রতিষ্ঠান ফ্রি কলের সুবিধা দেয়, তাদের সাথে এবার প্রতিযোগিতায় নেমে পড়ল ফেসবুক।
FacebookCallফেসবুক মেসেঞ্জারের সাহায্যে আগে থেকেই চ্যাট,ফোট-চ্যাট বা ভিডিও চ্যাট করা যেত। যার ফলে বেশ জনপ্রিয় ফেসবুক মেসেঞ্জার। আর এখন থেকে পাওয়া যাবে  বিনা মূল্যে ফোন কলের সুবিধা।
তবে শুরুতে ফেসবুকের এই নতুন সুবিধাটাই শুধুমাত্র ইউ.এস. এর অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবে। এছাড়া  অ্যান্ড্রয়েড ফোনে একটি রিসিভার ও কলারের তালিকা থাকতে হবে ফ্রি ফোন করার জন্য। প্রযুক্তিবিদদের ধারণা সোশ্যাল নেটওয়ার্কিং  এর পাশাপাশি ফ্রি কলিং সেবাতেও প্রতিষ্ঠানটি ভালো অবস্থানে যেতে পারবে।

গ্রামীণফোন ফায়ারফক্স নিয়ে আসছে স্বল্পমূল্যের স্মার্টফোন

Mozila-phoneমজিলা ফাউন্ডেশন ফায়ারফক্স অপারেটিং সিস্টেম চালিত ৩,৯০০টাকা দামের স্মার্টফোন নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা-কল্পনা চলছে সবার মাঝে। চীনা চিপ নির্মাতা প্রতিষ্ঠান স্প্রেডট্রামের সঙ্গে অংশীদারির মাধ্যমে কম দামের এই মোবাইল ফোনসেট বাজারে আসবে বলে ধারণা করা হচ্ছে।

এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এই স্মার্টফোনে থাকবে ৩.৫ ইঞ্চি স্ক্রিন, যার রেজুলেশন হবে ৩২০ বাই ৪৮০ পিক্সেল।এই ফোনে আরো থাকবে ওয়াই-ফাই, ব্লুটুথ, এফএম রেডিও ও অন্যান্য সুবিধা। এই ফোনের রিয়ার ক্যামেরা হবে ২ মেগাপিক্সেলের। ফোনের ডিফল্ট ব্রাউজার হিসেবে থাকবে মজিলা ফায়ারফক্স, এতে এইচটিএমএল৫ সুবিধাও পাওয়া যাবে।

Mozila-phone2মজিলা ফাউন্ডেশনের তৈরি ব্রাউজার “ফায়ারফক্স” বিশ্বব্যাপী জনপ্রিয়তার শীর্ষে রয়েছে, তাদের তৈরি বিভিন্ন মানের মজিলা স্মার্টফোনগুলোও বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন দামে পাওয়া যাচ্ছে। ফায়ারফক্স ওএস চালিত এই স্মার্টফোনগুলো বেশ জনপ্রিয়তাও কুড়িয়েছে।

সবচেয়ে কম দামের এই ফোনের বিষয়ে মজিলার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও বাংলাদেশে এই ফোন নিয়ে আসছে টেলিনর ডিজিটাল । টেলিনর ডিজিটালের চিফ স্ট্র্যাটেজিক অফিসার অ্যান্ডার্স হ্যালিন এমনটাই জানিয়েছেন। উল্লেখ্য, টেলিনর বাংলাদেশে গ্রামীনফোন নামে পরিচিত। এ বছরের মধ্যেই নানা আকর্ষণীয় সুযোগ-সুবিধাসংবলিত সব ধরনের মজিলা ফোন গ্রাহকের হাতে তুলে দেবে টেলিনর ডিজিটাল। তবে প্রতিষ্ঠানটি এখনো বিস্তারিত কোনো পরিকল্পনা তৈরি করেনি বলেও জানান হ্যালিন। বাংলাদেশের গ্রাহকদের কাছে ফায়ারফক্স স্মার্টফোনের পারফর্মেন্স জানতে অপেক্ষা করতে হচ্ছে আরো কিছু দিন।