নকিয় ফিট ফিংগার রিং ( concept)

This slideshow requires JavaScript.

নকিয়ার এই অসাধারণ  আংটির  ন্যায় ডিভাইসটির নাম হতে পারে নকিয়া ফিট(Nokia FIT)। ধারণা করা হচ্ছে ওয়াইফাই এর মাধ্যমে মোবাইল এর সাথে যুক্ত থাকবে ডিভাইস টি।

nokia_fit

ডিভাইসটি হবে অয়াটার প্রুফ। ফলে বৃষ্টি ,অজু,গোছলএ রিংটি খোলার প্রয়োজন পরবেনা  কল করা ও রিসিভ করি যাবে হ্যান্সফ্রি এর মাধ্যমে শোনাও যাবে। অর্থাৎ ফোনে হাত না দিয়েই কল করে কথা বলে, কল কেটে দিতে পারবেন।

Nokia fit

নকিয় ফিট সম্পর্কিত কনসেপ্ট টি দিয়েছেন রুবার এবং সিলিকোন।

সূত্র: নকিয়াপাওয়ারইউজার এবং ইয়ানকো ডিজাইন

পাওয়ারঅ্যাম্প মিউজিকপ্লেয়ার (ফুল ভার্সন)

Poweramp-Music-Player-for-Android-Updated-with-Customizable-Widgets
অ্যান্ড্রয়েড এর জন্য অসংখ্য মিউজিক প্লেয়ার রয়েছে । কিন্তু এর মধ্যে অল্পসংক্ষক প্লেয়ার আছে যেগুলো আপনার মনের মতো কাজ করবে । Poweramp তেমন একটি প্লেয়ার । তবে সমস্যা হলে এটি ফ্রী/ট্রায়াল  ভার্সনটি মাত্র ১৫ দিন চলবে । তারপর ব্যাবহার করতে চাইলে আপনাকে পে করতে হবে 3.99$ ডলার । তবে আপনি চাইলে এটি আজীবন ফ্রী ব্যাবহার করতে পারেন।
paapk
আসুন দেখে নেই কি কি করবে হবে:

  • প্রথমে নিচের লিঙ্ক থেকে জিপ ফাইলটি ডাউনলোড করে নিন । এর ভিতর ৩টি ফাইল আছে সে গুলোকে এক্সট্রাক করে বের করেনিন।
  1. Poweramp Music Player (Trial).apk
  2. Poweramp Unlocker.apk
  3. LuckyPatcher.apk
  • সবগুলো ফাইল ইন্সটল করুন, তবে সাবধান কোনটি রান করবেন না ।
  • এখন Poweramp Music Player (Trial) রান করে ক্লোজ করে দিন, তারপর ব্যাকগ্রাউন্ড/ Recent App থেকে রিমুভ করে দিন ।
  • এবার LuckyPatcher ওপেন করুন, রুট এক্সেস চেলে গ্রান্ট করুন । তারপর Poweramp এর উপর চাপ দিয়ে ধরে Custom Patch এ প্রেস করুন,
  •  এরপর Apply তে ক্লিক করে ওকে করুন ।

কাজ শেষ মোবাইল রিস্টার্ট দিন।

0

বি: দ্র: (Lucky Patcher রিমুভ করবেন না ।    Poweramp Unlocker কখনোই ওপেন করবেন না ।)

ফ্রী কল করার সেরা ৫টি অ্যাপ

মোবাইলে কথা বলার জন্য আমরা প্রতিদিন অনেক টাকা খরচ করি। এটা আমাদের অনেকটা সাধারন বিষয় হয়ে গেছে।আমরা স্মাটফোন ব্যবহার কারীরা প্রত্যকেই কোন না কোন ইন্টারনেট ডাটা প্যাকেজ ব্যবহার করি।এখনও অনেকে জানেনা তারা অনেক কম খরচে ইন্টারনেট ডাটা ব্যবহারকরে কথা বলতে পারে, যেখান তাদের অনেক টাকা সাশ্রয় হতে পারে। তাই নিম্নে মোবাইলে ফ্রী কথা বলার সেরা ৫টি সফটওয়্যার নিয়ে আলোচনা করা হলোঃ

18650১. Skype: মোবাইলে ফ্রি কথা বলার ক্ষেত্রে সবার আগে স্কাইপির নাম আসে। স্কাইপির মাধ্যমে স্কাইপি থেকে স্কাইপি ফ্রী কথা বলা যায়। এটিই সবচেয়ে জনপ্রীয় সফটওয়্যার।মাইক্রোসফ্ট এর স্কাইপি কম্পিউটার এবং মোবাইলে ব্যবহার করা যায়। এরদ্বারা দিয়ে ভিডিও কল এবং ভিডিও ম্যাসেজ করা ও করা যায়।

Viber-for-Android-beta-now-available-free-VoIP-calling-and-texting-made-easy২. Viber: ভাইবার সফটওয়্যারটি মোবাইল এবং কম্পিউটার দুটোতেই ব্যবহার করা যায়। এর মাধ্যমে কল করা, মেসেজ আদান-প্রদান করা এবং ফাইল শেয়ার করা যায়।প্লে-ষ্টোর জনপ্রীয়তায় প্রথম সারিতে এর অবস্থান।

 

fring-for-android৩. Fring: ফ্রিং এ অডিও কল, ভিডিও কল এবং মেসেজ আদান প্রদান করা যায়। শুধুমাত্র এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে কল করা যায়। ফ্রিং দিয়ে টাকার মাধ্যমে ফোনেও কল করা যায়।

 

f-1024-4৪. Line: লাইন সফটওয়্যারটি ফ্রী অডিও ও ভিডিও কল করতে দেয় এবং মেসেজ আদান প্রদান করা যায়। এটি কম্পিউটার ও মোবাইল দুটোতেই ব্যবহার করা যায়।

 

Nimbuzz-Messenger-for-Android-Receives-Persistent-Group-Chat-and-UI-Changes৫. Nimbuzz: নিমবাজ দিয়ে কল এবং মেসেজ দুটোই করা যায়। এটি মোবাইল এবং কম্পিউটার দুটো ভার্সনেই পাওয়া যায়।মোবাইল এ ফ্রী অডিও কল এর সবা নিমবাজই সর্বপ্রথম শুরু করেছে  ।