বাজার মাতাতে স্যামসাং এর নতুন ফ্লাগশীপ গ্যালাক্সি এস-৫

সকল জল্পনা-কল্পনা শেষে অবমুক্ত হলো স্যামসাং গ্যালাক্সি এস-৫। করিয়ান ইলেকট্রনিক্স জয়ান্ট গত সোমবার এই ঘোষণাটি দেয়। তাদের নতুন এই ফ্ল্যাগশিপ গ্যালাক্সি এস-৫ স্মার্ট-ফোনটি প্রি-অর্ডার করে দীর্ঘমেয়াদী কিস্তিতে ক্রয় করা যাবে,আর ফোনটি হাতে পেতে অপেক্ষা করতে হবে এপ্রিল মাস পর্যন্ত। অপরদিকে এস-৫ গ্রাহকরা পাবেন “Galaxy Gifts” গ্যালাক্সি অ্যাপ্স এর বেশকিছু প্রিমিয়াম অ্যাপ একদম ফ্রী।

This slideshow requires JavaScript.

গতমাসের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের ঘোষণা অনুযায়ী এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৫.১ইঞ্চি ডিসপ্লে, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, হার্টরেট সেন্সর এবং অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ অ্যান্ড্রয়েড ৪.৪ কিটকেট। এই ফোনটিতে কয়েকটি নতুন ফিচার যোগ হলেও খুব-বেশী পরিবর্তন দেখা যায়নি। তবে এর সেটিংসটিস অ্যান্ড্রয়েডের গতানুগতিক মেনুর পরিবর্তে সাব-মেনু ব্যবহার করা হয়েছে।

ভিডিও ফুটেজ: একপলকে স্যামসাং এর নতুন ফ্ল্যাগশিপ গ্যালাক্সি এস-৫

)

1 comments on “বাজার মাতাতে স্যামসাং এর নতুন ফ্লাগশীপ গ্যালাক্সি এস-৫

  1. পিংব্যাকঃ তিন সিমের স্যামসাং স্মার্টফোন | R.K Rocky

এখানে আপনার মন্তব্য রেখে যান